I am Sultan Mahmud Sujon . I live in Dhaka City with my family. My Father Name is MD. Amir Khosru. He passed M.com degree from the University of Dhaka. He was an Asst. Controller (Finance and Accounts) in Ministry of Agriculture (BADC) also he is a freedom fighter in the Bangladesh Liberation War. I proud of my father & our mother land. My younger brother study at Jahangirnagar University (JU).I have completed my BBA & MBA degree from Daffodil International University.When I get a little leisure time, I like to browse the Internet and find information about new technologies, Really it isn't common leisure time but I think it suite my mine . I think my knowledge is my biggest asset. I can learn and catch something very quickly. I always keep myself update newspaper & Internet. I can cook traditional foods. I am very much interested IT & Business Info.
-------------- I like music I like to travel I like to see the beauty of rain I like midnight when nobody else I m so much friendly with everybody ----------------------------------------------
Area of Interest:
Entrepreneurship Administration Marketing
রুমীর বাণীসমুহ:
Age is an issue of mind over matter. If you don't mind, it doesn't matter. by Mark Twain. Leadership is not about size it's about knowledge and wisdom.
১. এই পথটা তোমার, তুমি পথ চলো একা তোমার চলার পথে হয়ত কেউ সঙ্গী হবে কিন্তু তোমার পথটা অন্য কেউ হেঁটে দিবে না। ২. আঁকড়ে ধরে রাখা আর চলে যেতে দেয়ার এক ভারসাম্য হলো জীবন। ৩. গলে যাওয়া বরফের মতন হও।নিজেকে দিয়ে নিজেকে ধুয়ে দাও। ৩. দুঃখ করো না। তুমি যা হারাও তা অন্য কোন রূপে তোমার কাছে ফিরে আসে। ৪. প্রার্থনাগুলো কুয়াশাকে দূর করে দিয়ে প্রাণের শান্তিকে ফিরিয়ে এনে দেয়। ৫.নীরবতার মাঝে উত্তর খুঁজে পাওয়া যায়। ৬. তোমার কাছে যা-ই আসুক না কেন তুমি কৃতজ্ঞ থেকো, কেননা তোমার কাছে যা পাঠানো হয় তা তার পক্ষ থেকে পথনির্দেশ। ৭. তুমি যা খুঁজছ সেটাও আসলে তোমাকেই খুঁজছে। ৮. তোমার হৃদয়টাকে ততক্ষণ পর্যন্ত ভাঙ্গতে থাকো যতক্ষণ পর্যন্ত তা না খুলে যায়। ৯. হতাশ হয়ো না! কেননা সবচেয়ে তীব্র হতাশার মূহুর্তগুলোতে আল্লাহ আশার আলো পাঠিয়ে দেন। ১০. আল্লাহ তোমাকে একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতির দিকে ঘুরিয়ে দেন এবং এই বিপরীতধর্মী দুই অনুভূতি দিয়ে তোমাকে কিছু শেখাতে চান, যেন তুমি তোমার দু'টো ডানা দিয়ে উড়তে পারো, একটি দিয়ে নয়!
লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হয়ো না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে আল্লাহও তো তাদের জন্য কৌশল করছেন। যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই পড়ে যায়। কোন খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না, কোন ভালো কাজই পুরষ্কার ছাড়া যায় না। ন্যায়বিচারের উপরে বিশ্বাস রাখো এবং বাকিটা ছেড়ে দাও। ~ শামস তাবরিজি
My Channel you can subscribe: https://www.youtube.com/user/mbasujon