প্রতিনিয়ত প্রযুক্তির নতুন এপ্লিকেশনের উদ্ভাবনের সাথে সাথে মানব জীবন ও ব্যবসা বানিজ্যে প্রযুক্তি ব্যবহারে এসেছে এক বিশেষ সম্প্রসারণ যেখানে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) সৃষ্টি করেছে এক নতুন ক্ষেত্র। যার প্রভাব পড়েছে এই নতুন প্রজন্মে র উপর যা বর্তমান শিল্পকারখানায় দক্ষ জনশক্তির নির্বাচনে বিশেষ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এর প্রভাব আরো তীব্র হবে।
এরই ধারাবাহিকতায় গ্লোবাল মার্কেট ও মার্কেটপ্লেসে সৃষ্টি হয়েছে অসংখ্য নতুন ক্যারিয়ারের সুযোগ ও দক্ষতার পরিবর্তন যেখানে সৃজনশীল দক্ষতার চাহিদা ক্রমান্বয়ে বেড়েছে যা প্রতিটি কোম্পানি তার নতুন ও পুরাতন কর্মীদের কাছে প্রত্যাশা করছেন। প্রতিটি কোম্পানি টিকে থাকে তার আয়ের উপর নির্ভর করে আর এই আয়ের মূল মন্ত্রই মার্কেটিং। মানে, যে কোম্পানি মার্কেটিংয়ে যত বেশি দ্রুত ও স্মার্ট সে কোম্পানির লাভের সূচক ততো বেশি। আর বর্তমানে মার্কেটিং মানেই “ডিজিটাল মার্কেটিং” (Digital Marketing) যার সম্প্রসারণ এখন এতটাই বেশি যে পৃথিবীর সিংহভাগ ব্যবসা “ডিজিটাল মার্কেটিং” এর আওতায় চলে এসেছে।
পৃথিবীর যেকোনো দেশে আপনি নিজেকে একজন সফল ‘ডিজিটাল মার্কেটিং’ এক্সপার্ট হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। এই দক্ষতা যেকোনো প্রফেশন, নিজের ব্যবসা কিংবা ফ্রীল্যানসিং ক্যারিয়ারের জন্য এক অত্যাবশ্যক।
আপনারা জানেন, দেশের সনামধন্য ক্যারিয়ার পোর্টাল, স্কিল জবস; দেশে ও বিদেশে দক্ষতা ভিত্তিক চাকুরীর সেতুবন্ধনের পাশাপাশি ইন্ডাস্ট্রী অরিয়েন্টেড রিয়েল লাইফ ট্রেইনিং দিয়ে থাকেন। এবার স্কিল জবস আপনাদের জন্য আয়োজন করতে যাচ্ছেন “Real-Life Digital Marketing Course”. কোর্সটি এমন ভাবে সাজানো যার মাধ্যমে আপনি একজন সফল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। পাশাপাশি খুব সহজে অনলাইন ভিত্তিক নিজের ব্যবসা গড়ে তুলতে পারবেন। দেশি বসেই বিদেশী অনেক কোম্পানির কাজ একসাথে নেতৃত্ব দিতে পারবেন।
আমাদের এই বিশেষ কোর্সটিতে থাকাছে দুইটি পার্ট যা একটির সাথে আরেকটি ইন্টিগ্রেটেড :
COURSE COVERAGE:
- Theoretical Part
- Technical Part
- Marketing Lifestyle and understanding the expectation
- Case Project on new and existing products to meet the company goal
- Overseeing implementation of the Marketing strategy – including campaigns, events, digital marketing, and PR
- How to work closely with the company’s Sales team; enabling them to meet their commercial objectives (How to set objectives) by providing them with appropriate tools, materials and presentations
- Understanding of the Concept of Digital Marketing
- Understanding of Customer and Business
- Planning for a Website in a Marketing Point of View
- Understanding of the Digital Channels
- Search Engine Optimization
- Social Media Marketing
- PPC / Display Campaign
- Analytic
- Lead Generation Email Marketing
- Content Marketing
- Viral Marketing
- Develop a Strategic Digital Marketing Plan
- Create a Media Plan and Understand and Set up and Implement of Campaign
- Evaluate and Apply a Continuous Optimization Process to Improve Business Performance
- Earning Scopes With Your Digital Marketing Skill
প্রযুক্তি ভিত্তিক যুগে, ক্যারিয়ারে সফলতার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কিংবা যেই জবেই থাকেন না কেন আপনি এই প্রশিক্ষণটি এখনই আয়ত্ত করুন।
- Make a clear understanding between “Analog Digital Marketing”
- Be expert professional in overall Digital Marketing tools
- 4 Months’ work experience in” Real-Life projects:
- Create profile for all “Online Marketplace”
- Make own website for “Global Marketplace”
- Own business with “Virtual Entrepreneurship”
Trainer Profile: Digital Marketing Head in Australian companyCourse Duration: 64 hoursPrice: BDT 25,000Discount: BDT 8000 (Only for this month)
Helpline: +8801847140089Office: DF Tower, R14, Sobhanbag, Dhanmondi, Dhaka-1209